22 C
আবহাওয়া
৭:২৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » ঘূর্ণিঝড় মোখা: টেকনাফে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঘূর্ণিঝড় মোখা: টেকনাফে ব্যাপক ক্ষয়ক্ষতি


বিএনএ, টেকনাফ: ঘূর্ণিঝড় মোখায় কক্সবাজারের টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সাধারণ জনগণের বসতবাড়ি, রাস্তাঘাট, বিভিন্ন ধরনের গাছপালা ও ফসলের ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। এছাড়া চলাচলের রাস্তাঘাট গাছপালা ভেঙ্গে অনুপযোগী হয়ে পড়েছে।

রোববার (১৪ মে) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টি এবং বাতাসে এই ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ৪নং সাবরাং ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিক আহমেদ।

তিনি জানান, ‘রোববার বাতাসের প্রবল বেগে আমার এলাকায় ক্ষতি হয়েছে অনেক। মানুষের ঘরবাড়ির চাল উড়ে গেছে অনেকের, অনেকের ফসল নষ্ট হয়ে গেছে, আবার কারো কারো সুপারি গাছ, নারিকেল গাছ সহ বিভিন্ন ফসলি গাছের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এক্ষতি কখন পুষিয়ে আনা যাবে বুঝা যাচ্ছে না। তারপরও আল্লাহর অশেষ রহমত যে এইটুকুতে আমরা রেহাই পেয়েছি।

উল্লেখ্য, এদিকে কক্সবাজারে এখনো ১০ নম্বর মহাবিপদ সংকেত অপরিবর্তিত রেখেছে আবহাওয়া অফিস।

বিএনএ/হাবিবুর , এমএফ

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র