26 C
আবহাওয়া
৬:৫৭ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বান্দরবানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

বান্দরবানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২


বিএনএ, বান্দরবান : বান্দরবানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৪ জন আহত হয়েছে। শনিবার (১৩ মে) সন্ধ্যায় বান্দরবান কেরানীহাট মহাসড়কের সুয়ালক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাজ্জাদ (২৮) ও শিশু জুমাইরা (১.৫ বছর)। নিহতরা চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটের বাসিন্দা। এসময় আরও ৪ জন গুরুতর আহত হয়।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান থেকে ফিরছিল সিএনজি অটোরিকশাটি। সুয়ালকে ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামে নেয়ার পথে আরও এক শিশুর মৃত্যু হয়।

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম।

তিনি বলেন, সিএনজিচালিত অটোরিকশা-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ২ জনের মৃত্যু হয়। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ