27 C
আবহাওয়া
৫:৫৪ পূর্বাহ্ণ - জুলাই ১৭, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

রাজধানীতে ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

মৃত্যু

বিএনএ, ঢাকা:  রাজধানীর রায়েরবাজার এলাকায় ছুরিকাঘাতে আহত মো. হোসেন (২৫) নামে এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।শনিবার (১৪ মে) ভোর ৪টার দিকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। তার বড় বোন মোমেনা আক্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে মোহাম্মাদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন মাতবর জানান, গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। ৪-৫ জনের দূর্বৃত্তদের একটি দল হোসেনের ডান পাজঁরে ছুরিকাঘাত করে। পরে চিকিৎসাধীন অবস্হায় সে মারা যায়।

পূর্বশত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে বলে তিনি জানান, ঘাতকদের আটকের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহতের বোন মোমেনা অভিযোগ করে জানান, হোসেন রায়েরবাজার এলাকাতে থাকে। গদিঘর এলাকাতে একটি জুয়েলারি কারখানায় কাজ করে সে। শুক্রবার সকালে বাসা থেকে বের হয়ে কারখানায় যাচ্ছিল। পথে মেকাপ খান রোডে ৪ -৫ জন যুবক ডান পাজঁরে ছুরিকাঘাত করে তার কাছে থেকে মোবাইল ফোন ও মানিব্যাগ হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে তার অস্ত্রোপচার করানো হয়। অস্ত্রোপচারের পর চিকিৎসকরা তার আইসিইউ সাপোর্ট লাগবে বলে জানালে পরে ধানমন্ডি ২৭ নম্বরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, চিকিৎসাধীন অবস্থায় হোসেন তাদের কাছে বলেছে, ডাইলা হৃদয়ের ভাতিজা ও তার বন্ধুরা হোসেনকে ছুরিকাঘাত করেছে।

বিএনএ/ আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ