25 C
আবহাওয়া
৭:২৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

মালির প্রধানমন্ত্রীর পদত্যাগ

বিএনএ বিশ্ব ডেস্ক : পশ্চিম আফ্রিকার দরিদ্র পীড়িত দেশ মালির প্রধানমন্ত্রী মুকতার ওআনে শুক্রবার অব্যাহত রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পদত্যাগ করেছেন।  খবর আল জাজিরার।

দেশটির অন্তবর্তীকালীন রাষ্ট্রপতি বাহ এনদো জানিয়েছেন, মুকতারকে অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য ফের নিয়োগ করা হয়েছে।

গত বছরের আগস্ট মাসে দেশটির সেনা কর্মকর্তারা নির্বাচিত রাষ্ট্রপতি ইব্রাহীম বউবাকর কেইতাকে অপসারণ করে মুকতারকে প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছিল।

পরে দাতা দেশ ও সংস্থার চাপের মুখে সেনাবাহিনী অন্তবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী মুকতার কে এখন সব দল ও গ্রুপ থেকে প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক অন্তবর্তীকালীন সরকার পুন:গঠন করতে হবে।

বিএনএনিউজ২৪/এসজিএন

 

Loading


শিরোনাম বিএনএ