বিএনএ, বিশ্ব ডেস্ক : উত্তপ্ত ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের বিমান হামলায় এ পর্যন্ত ২৭ শিশুসহ মোট ১০৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনে হামলার প্রতিবাদে হামাসের পাল্টা দেড় সহস্রাধিক রকেট হামলায় দিশেহারা ইসরায়েল।
আর তাই হামাসকে ঠেকাতে রিজার্ভ থেকে জরুরি ভিত্তিতে আরো ৯ হাজার সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১৩ মে) গাজা সীমান্তে এ বিপুলপরিমাণ সেনা ও ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছ। সেখানে স্থল অভিযান চালানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ তাদের সেনাবাহিনীকে শক্তি বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছেন। স্থল অভিযান চালাতে হলে ইসরায়েলের সেনাপ্রধান এবং দেশটির সরকার কর্তৃক অনুমোদিত হতে হবে।
হামাসের রকেট হামলায় এখন পর্যন্ত সাতজন ইসরায়েলি নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন ভারতীয় নারী ও ইসরায়েলি এক সেনা রয়েছেন। এছাড়া আহত হয়েছেন শতাধিক ইসরায়েলি।
বিএনএনিউজ/জেবি