19 C
আবহাওয়া
৬:২৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

eid

বিএনএ, ঢাকা : পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুক্রবার (১৪ মে) সকাল ৭টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে মোট ৫টি জামাত। ঈদের প্রতিটি জামাত শুরু হওয়ার আগে স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিদের মসজিদে ঢোকানো হয়।

সরকারের নির্দেশা অনুসরণ করে বাসা থেকে অজু করে মাস্ক পরে ও জায়নামাজ নিয়ে ঈদের জামাতে অংশ নেন মুসল্লিরা। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় এবং করোনা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন মুসল্লিরা।

সকাল ৮টায় শুরু হয় দ্বিতীয় জামাত। এরপর সকাল ৯টা, ১০টা এবং পৌনে ১১টায় আরও ৩টি জামাত বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া রাজধানীজুড়ে পাড়া-মহল্লার মসজিদগুলোতেও ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে। করোনার কারণে এবারও জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়নি।

বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ