17 C
আবহাওয়া
৮:৫৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বাফুফে সাধারণ সম্পাদককে ফিফার ২ বছরের নিষেধাজ্ঞা 

বাফুফে সাধারণ সম্পাদককে ফিফার ২ বছরের নিষেধাজ্ঞা 


বিএনএ, স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য ফুটবলের সব ধরনের কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে ফিফা। একই সঙ্গে তাকে আর্থিক জরিমানাও করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

শুক্রবার (১৪ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ফুটবলের এ সর্বোচ্চ সংস্থা। শাস্তির বিষয়টি জানিয়ে আবু নাঈমকে চিঠি পাঠানো হয়েছে। অনুলিপি দেয়া হয়েছে বাফুফে ও এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্তকারী চেম্বার যেসব নথি-প্রমাণ সংগ্রহ করেছে তার পাশাপাশি শুনানি ও উপস্থিাপিত সাক্ষ্যপ্রমাণ যথাযথভাবে বিশ্লেষণের মাধ্যমে অ্যাজুডিকেটরি চেম্বার নিশ্চিত হয়েছে যে, সোহাগ ফিফার ২০২০ সালের কোড অব ইথিকসের ১৩, ১৫ ও ২৪ ধারা লংঘন করেছেন।

মূলত বাফুফেকে দেওয়া ফিফার তহবিলের খরচের হিসাব দিতে গিয়ে ভূয়া কাগজপত্র দাখিল করেছেন বলে বিবৃতিতে জানিয়েছে ফিফা।

বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন বলেন, এখন সোহাগ আপিল করবে না কি করবে এটা ওর ব্যাপার। আমি আপাতত যেটা করতে পারি সেটা হল ওকে কাজ থেকে অব্যাহতি দেওয়া। সেটা করব।

বিএনএনিউজ/এইচ.এম।

 

 

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ