বিএনএ, বিশ্বডেস্ক: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় ১৫৪ জন নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। হামলার আশঙ্কায় বাড়ি ছেড়ে পালিয়েছে প্রায় ৪ হাজার ৮০০ জন।
প্রতিবেদনে বলা হয়, রোববার মোটরসাইকেলে একদল বন্দুকধারী মানুষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে। একইসঙ্গে মানুষকে লক্ষ্য করে নির্বিচার গুলি করতে থাকে।
স্থানীয় কর্মকর্তারা বলছেন, ওই এলাকার বহু ঘর ও দোকান পুড়ে গেছে। যে সব মানুষ পালাতে চেষ্টা করেছেন তাদের গুলি করা হয়েছে।
প্লাটেও রাজ্যের কানেম এলাকার গারগা জেলার জেষ্ঠ্য কাউন্সিলর ইয়ায়ু আবুবকর বলেন, আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য অনুযায়ী, ঝোঁপের মধ্যে পাওয়া মরদেহসহ এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ১৫৪। বন্দুকধারীদের সন্ধানে সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে।
নাইজেরিয়ার তথ্যমন্ত্রী লাই মুহাম্মদ বলেন, সশস্ত্র অস্ত্রধারী ও বোকো হারামের যোদ্ধারা এ হামলার জন্য দায়ি। এখন যা ঘটছে তা হলো—বোকো হারাম ও দস্যুদের মধ্যে অপবিত্র মেলবন্ধনের ফল।
বিএনএ/এমএফ