26 C
আবহাওয়া
৬:৪৬ অপরাহ্ণ - জানুয়ারি ১১, ২০২৫
Bnanews24.com
Home » উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় গেল ৩ প্রাণ

উত্তরায় কাভার্ডভ্যানের ধাক্কায় গেল ৩ প্রাণ

বাসের ধাক্কায় পরিচ্ছন্ন কর্মী নিহত

বিএনএ ডেস্ক, ঢাকা: রাজধানীর উত্তরা আজমপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা নারীসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ভোরে রবীন্দ্র সরণি আমির কমপ্লেক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস।

নিহতরা হলেন- অনিক (১৮), তার ফুফু হনুফা বেগম (৪০) ও মোটরসাইকেল চালক এনামুল।

ওসি শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস জানান, আজমপুর রবীন্দ্র সরণি এলাকায় একটি কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে হনুফা ও এনামুল মারা যান। এদের সঙ্গে থাকা অনিককে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান। তিনি আরও জানান, ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে নিহত হনুফা বেগমের মেয়ে সাদিয়া সুলতানা জানান, তাদের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। তারা থাকেন রায়েরবাজার। অনিক তার মামাতো ভাই। ভোরে তাদের পরিচিত এনামুলের মোটরসাইকেলে করে অনিকের অসুস্থ বাবাকে দেখতে অনিক আর হনুফা বেগম গাজীপুর বোর্ডবাজার এলাকায় যাচ্ছিলেন। পথে এই দুর্ঘটনা ঘটে।

তিনি জানান, তার মা বাসাবাড়িতে কাজ করেন। রায়েরবাজারে রিকশা মেরামতের গ্যারেজে কাজ করতেন অনিক।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ