32 C
আবহাওয়া
১২:১১ অপরাহ্ণ - জুন ২১, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ময়মনসিংহে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

কক্সবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বিএনএ,ময়মনসিংহ:ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নগরীর সানকিপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে সায়েম (১০),রতন মিয়ার ছেলে আহাদ (১০) ও শহীদুলের ছেলে জায়েদ (১০)।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার মুজিবুর রহমান জানান, বুধবার(১৪ এপ্রিল) দুপুরে একই এলাকার সমবয়সী কয়েকজন শিশু জয়নুল পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। সে সময় আহাদ, সায়েম ও জিয়াদ নামে তিন শিশু ডুবে যায়। স্থানীয়রা জায়েদ ও সায়েমকে উদ্ধার করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে আহাদ নামে আরও এক শিশুকে উদ্ধার করে। পরে এই তিন শিশুকে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে তাদেরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক কাফিয়া ফেরদৌসী জানান, তিন শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ