17 C
আবহাওয়া
৬:৩৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে পুলিশের ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’

চট্টগ্রামে পুলিশের ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’

চট্টগ্রামে পুলিশের ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’

বিএনএ,চট্টগ্রাম: পবিত্র রমজান মাস উপলক্ষে চট্টগ্রামের পুলিশ সদস্যরা এক ব্যতিক্রমধর্মী দোকান চালু করেছে। নামে দোকান হলেও এখানে ইফতার ও সেহেরির জন্য লাগবে না কোন টাকা। নিম্ন আয়ের মানুষ এবং হাসপাতালের রোগীদের স্বজনদের জন্য এমন আয়োজন করেছে ডবলমুরিং থানা পুলিশ। এই উদ্যোগে অর্থায়ন করছেন থানার কর্মকর্তারাই। তারা দোকানের নাম দিয়েছেন ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’।

বুধবার (১৪ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সামনে মাসব্যাপি এই দোকানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ।

আব্দুল ওয়ারীশ বলেন, রমজানে হাসপাতালে রোগীর সাথে থাকা স্বজনরা ইফতার ও সেহেরির জন্য কষ্ট পান। আবার লকডাউনের কারণে নিম্ন আয়ের মানুষেরও কিছুটা কষ্ট হচ্ছে। তাদের কষ্ট কিছুটা লাঘবের চেষ্টা এই উদ্যোগ। আমরা চাই আমাদের এই উদ্যোগে অন্যরাও উৎসাহিত হোক, এগিয়ে আসুক।

এ বিষয়ে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন জানান, দুই পর্যায়ে কাজ করবে এই ‘ফ্রি ইফতার এন্ড সেহেরি শপ’। প্রথম পর্যায়ে তৈরি ইফতার ও সেহেরি বিতরণ করা হচ্ছে। একই সময়ে দ্বিতীয় পর্যায়েরও প্রস্তুতি চলছে। এই পর্যায়ে ইফতার ও সেহেরি সামগ্রী বিনামূল্যে প্রদান করবে এই শপ।

তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে প্রতিদিন ৩০০ মানুষের ইফতার ও সেহেরির ব্যবস্থা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী এটা আরও বাড়ানো হবে। ডবলমুরিং থানার এই উদ্যোগে অর্থায়ন করছেন থানার কর্মকর্তারাই।

তবে অন্য যে কেউ চাইলেই মাসব্যাপি এই উদ্যোগে অন্তর্ভুক্ত হতে পারবেন বলে জানিয়েছেন ওসি মহসীন।

এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) পলাশ কান্তি নাথ, সহকারি কমিশনার শ্রীমা চাকমা, মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ