21 C
আবহাওয়া
১০:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » হেফাজতের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি গ্রেফতার

হেফাজতের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি গ্রেফতার

হেফাজতের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি গ্রেফতার

বিএনএ, নারায়ণগঞ্জ : হরতালে সহিংসতার দায়ে হেফাজত ইসলামের নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতি বশির উল্ল্যাহকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি মো. মশিউর রহমান জানান, মুফতি বশির উল্ল্যাহ ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তবে, তিনি মামলার এজহারভুক্ত আসামি নয়। সহিংসতায় জড়িত থাকার দায়ে তাকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের সরকারপ্রধান নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে মার্চের শেষ দুই সপ্তাহ ধরে বিক্ষোভ ও হরতালের নামে দেশের বিভিন্ন জায়গায় ব্যাপক তাণ্ডব চালায় হেফাজত। হরতালে সহিংসতার ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ