বিএনএ ডেস্ক: করোনার কারণে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের সব আয়োজন বন্ধ রয়েছে। আর এ অবস্থায় ডুডল দিয়ে বাংলা নববর্ষ ১৪২৮ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল।
সার্চ ইঞ্জিনটির হোমপেজে বাংলা নতুন বছর উপলক্ষ্যে এ বিশেষ ডুডল প্রদর্শিত হচ্ছে।
মঙ্গলবার(১৩ এপ্রিল)মধ্যরাত থেকে এই ডুডলটিকে দেখা যাচ্ছে গুগলের হোম পেজে।ডুডলটিতে রং তুলির পাশাপাশি মঙ্গল শোভাযাত্রায় ব্যবহার করা কয়েকটি কারুকাজ করা মুখোশ স্থান পেয়েছে। সার্চ ইঞ্জিনটি খুললেই দেখা যাচ্ছে মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিচ্ছে একটি শিল্পীর হাত।
ডুডল হচ্ছে মূলত বিশেষ কোনও দিন বা বিশেষ কোনও ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিনটির সঙ্গে মানানসই নকশার একটি লোগো প্রকাশ করে গুগল। বিভিন্ন উৎসব ও দিবসে বিশেষ ডুডল প্রকাশ করে থাকে প্রতিষ্ঠানটি। এর আগেও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবসে ডুডল প্রকাশ করে গুগল।
বিএনএনিউজ/আরকেসি