বিএনএ ডেস্ক :করোনা সংক্রমণ ও মৃত্যুর হার অত্যধিক বাড়তে থাকায় বিশ্বের বৃহৎ টিকা উৎপাদক ও রফতানিকারক দেশ ভারত এখন টিকা আমদানি করতে যা”েছ।পশ্চিমা দেশগুলো ও জাপানে অনুমোদিত কোভিড-১৯ রোগের টিকার জরুরিভিত্তিতে অনুমোদন দেওয়া হচ্ছে। এতে ফাইজার, জনসন অ্যান্ড জনসন ও মডার্নার টিকার সম্ভাব্য আমদানির পথ সহজ হয়ে যাবে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্ সের খবরে বলা হয়,চলতি সপ্তাহে দেশটিকে প্রতিদিন গড়ে লাখের ওপর মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের দিক থেকে যুক্তরাষ্ট্রের পরেই এখন ভারতের অবস্থান। এরপরে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল।
ভারতে এ যাবত এক কোটি ৩৫ লাখ মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে পজিটিভ হয়েছেন। যুক্তরাষ্ট্রে যেটা তিন কোটি ১০ লাখ আর ব্রাজিলে আক্রান্তের সংখ্যা এক কোটি ৩৪ লাখ।
গত ফেব্রুয়ারিতে ফাইজার ভারতে তাদের টিকার জরুরি অনুমোদনের আবেদন করেছিল, যেটি প্রত্যাহার করা হয়। ফাইজার থেকে বলা হয়, এখন তারা আবার ভারতে তাদের টিকার জরুরি অনুমোদন পেতে কাজ করবে।
বিএনএ/ওজি