27 C
আবহাওয়া
৮:২৪ পূর্বাহ্ণ - মে ২৪, ২০২৫
Bnanews24.com
Home » মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও গোলা উদ্ধার

মহেশখালীতে আগ্নেয়াস্ত্র ও গোলা উদ্ধার


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের মহেশখালীতে যৌথ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ রাউন্ড তাজা গোলা জব্দ করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৪ মার্চ) সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৬ টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন মহেশখালী ও পুলিশ এর সমন্বয়ে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের নোনাছড়ি আশ্রয়ন কেন্দ্র এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত স্থানে তল্লাশি চালিয়ে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ রাউন্ড তাজা গোলা জব্দ করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত আগ্নেয়াস্ত্র এবং তাজা গোলার আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ এইচএম ফরিদুল আলম শাহীন

Loading


শিরোনাম বিএনএ