28 C
আবহাওয়া
৬:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ২১, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে মার্কিন নাগরিককে হাতুড়িপেটা করে ছিনতাই

রাজধানীতে মার্কিন নাগরিককে হাতুড়িপেটা করে ছিনতাই

ঢামেকে দালালবিরোধী অভিযানে আটক ৯

বিএনএ, ঢাকা : রাজধানীর বংশালের কায়েৎটুলি এলাকায় এ্যাডওয়ার্ড ক্যালডিরন (৩৬) নামে এক মার্কিন নাগরিককে হাতুড়িপেটা করে ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার(১৪ মার্চ) বিকেল পৌনে তিনটার দিকে কায়েৎটুলির একটি রিক্সার গ্যারেজে সামনে এই ঘটনা ঘটে ।পরে রক্তাক্ত অবস্থায় ওই মার্কিন নাগরিককে স্হানীয় লোকজন উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

এ্যাডওয়ার্ড ক্যালভিরন আমেরিকার নিউইয়র্কের ব্রুকলিন স্ট্রিটের বাসিন্দা। তিনি পুরান ঢাকার কায়েৎটুলীতে শ্বশুরবাড়িতে এসেছিলেন। পেশায় তিনি একজন শিক্ষক।

এ্যাডওয়ার্ড ক্যালভিরনের শ্যালক সাকিব আহমেদ অভিযোগ করে জানান, ‘প্রায় চার মাস আগে তিনি বাংলাদেশে আসেন। পরে আমার বড় বোন সুমাইয়া আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। আমাদের পরিবারের সাথে মার্কিন নাগরিকের সম্পর্ক হওয়ায় আমার খালাতো ভাই রানা বিষয়টি স্বাভাবিকভাবে মেনে নিতে পারেনি। তাই কৌশলে আমার ভগ্নিপতিকে বিকেলের দিকে আমাদের বাড়ির পাশে একটি রিক্সার গ্যারেজের সামনে  নিয়ে যায়। সেখানে রানা, অনিক পাপ্পু ও সায়েম হাতুড়ি দিয়ে আমার ভগ্নিপতির  শরীরের বিভিন্ন অংশ এবং কপালে পিটিয়ে রক্তাক্ত জখম করে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয় তারা।’

সাকিব আরও বলেন, ‘সেই সাথে তারা পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং বলে টাকা না দিলে তাকে জানে মেরে ফেলা হবে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে আমার ভগ্নিপতিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।  চিকিৎসক তার মাথায় সিটি স্ক্যান করে জানান, সে গুরুতর আহত হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশে হাতুড়ি দিয়ে পেটানোর ফলে রক্ত জমাট বেঁধে গেছে।’

এ ঘটনার বিচার চেয়ে সাকিব বলেন, ‘রাজধানীতে একটি বিদেশি নাগরিককে এভাবে অমানুষিকভাবে হাতুড়ি দিয়ে পিটিয়ে টাকা ছিনিয়ে নেওয়া এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা একটি ন্যাক্কারজনক ঘটনা। যা আমাদের দেশের ভাবমূর্তিকে বিদেশের কাছে ক্ষুন্ন করেছে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ  পরিদর্শক মো. বাচ্চু মিয়া ঘটনাটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আহত ব্যক্তির চিকিৎসা চলছে ।বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ