বিশ্ব ডেস্ক: মানবিক সহায়তা প্রদানের নামে গাজা উপত্যকার উপকূলে যুক্তরাষ্ট্র যে জেটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে, সেটিকে রাশিয়া ‘নির্মম কৌতুক’ হিসেবে অভিহিত করেছে।সূত্র : মিডল ইস্ট মনিটর
বুধবার(১৩ মার্চ) মস্কোতে এক সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাব উপরোক্ত মন্তব্য করেন।
আনাদুলু অ্যাজেন্সির করা এক প্রশ্নের জবাবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে অবকাঠামো নির্মাণের উদ্যোগ কতটুকু আন্তরিকতাপূর্ণ হতে পারে, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
মারিয়া জাখারোভাব বলেন, ‘এগুলো হলো নির্মম কৌতুক, লোকজনকে বিদ্রূপ করার মতো বিষয়। কারণ যখন প্রতিদিন বেসামরিক লোকজন না খেয়ে মরছে, যখন আমাদের তাদের গন্তব্য নিয়ে কথা বলা দরকার, যখন শান্তি কিভাবে বাস্তবায়িত করা যায়, তা নিয়ে আলোচনা করা দরকার, তখন এ জাতীয় কিছুর কথা বলা হয়, তখন সত্যিই বোঝা যায়, এর পরিণতি শেষ পর্যন্ত কী হবে।’
তিনি প্রশ্ন করেন, ‘যখন কোনো দেশ (আমি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলছি) যুদ্ধবিরতির পরিকল্পনার কথা পর্যন্ত শুনতে চায় না, যুদ্ধবিরতি চায় না, তখন আমরা কিভাবে বেসামরিক অবকাঠামো নির্মাণের উদ্যোগের বিষয়টিকে বিবেচনা করতে পারি?’
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার ফিলিস্তিনিদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের জন্য গাজার উপকূলে সাময়িকভাবে একটি জেটি নির্মাণের পরিকল্পনার কথা ঘোষণা দেন।
৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত এবং ৭৩,০২৪ জন আহত হয়েছে। ৭ অক্টোবরের হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১,১৩৯-এ দাঁড়িয়েছে এবং কয়েক ডজনকে বন্দী করে রাখা হয়েছে।
এসজিএন