25 C
আবহাওয়া
৬:৩৫ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক গ্রেপ্তার

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক গ্রেপ্তার

সীতাকুণ্ডের সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক গ্রেফতার

বিএনএ: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ আহমেদকে গ্রেপ্তার করেছে শিল্প পুলিশ।

মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

সোমবার (৬ মার্চ) রাতে সীতাকুণ্ড মডেল থানায় সীমা অক্সিজেনের ব্যবস্থাপনা পরিচালক মামুন উদ্দীন ও তার দুই ভাই আশরাফ উদ্দীন এবং পারভেজ উদ্দীনসহ মোট ১৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। নিহত এক ভিকটিমের স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে মামলাটি করেন।

গত ৪ মার্চ বিকেল ৪টা ৫৫ মিনিটে কদমরসুলের কেশবপুর এলাকায় সীমা স্টিলের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে। ভয়াবহ এ বিস্ফোরণে কেঁপে ওঠে কয়েক কিলোমিটার এলাকা। ঘটনাস্থলের প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে ছিটকে পড়ে বিস্ফোরিত ইস্পাতের টুকরো।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ওই দুর্ঘটনায় সাতজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ