17 C
আবহাওয়া
৭:০৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » বিএনপি এবার ছোট দলগুলোর ওপর ভর করেছে: তথ্যমন্ত্রী

বিএনপি এবার ছোট দলগুলোর ওপর ভর করেছে: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী

বিএনএ: বিগত নির্বাচনে বিএনপি হেভিওয়েট রাজনীতিবিদ হায়ার করে হারলেও এবার ছোট দল গুলোর ওপর ভর করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে সচিবালয়ে তিনি এ মন্তব্য করেন। ইসির অধীনে নির্বাচন হবে, বিএনপি নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ২০১৮ সালের নির্বাচনে ড. কামালের মতো হেভিওয়েট রাজনীতিবিদ নিয়েও ৭টি আসন পেয়েছিলো। এবার তারা অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না, এমন দলগুলোর ওপর ভর করছে। বিএনপি এখন বিদেশি কুটনীতিকদের পদলেহন করছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপি। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হবে, তা সময়ই বলে দেবে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, পঞ্চগড়ের ঘটনায় বিএনপির সাবেক এমপি রুমিন ফারহানা ফেসবুক পোস্টে আহমদিয়া সম্প্রদায়ের ওপর হামলার উস্কানি দিয়েছেন। পঞ্চগড়ের যুবদলের সাধারণ সম্পাদক মাইকিং করে গুজব রটিয়েছে। হামলার সাথে কারা জড়িত তা স্পষ্ট বলেও উল্লেখ করেন তিনি।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ