22 C
আবহাওয়া
৩:০৩ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রী চরিত্রে অপু বিশ্বাস

প্রধানমন্ত্রী চরিত্রে অপু বিশ্বাস


বিএনএ ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’। এতে প্রধানমন্ত্রী চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন এই নায়িকা।

গত ১২ মার্চ রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের রাজকাহন হলে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মহরত অনুষ্ঠিত হয়। এটি পরিচালনা করছেন অনন্য রুমা। ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক এমপি ও চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন, এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানসহ চলচ্চিত্রাঙ্গনের একঝাঁক তারকা।

পরিচালনার পাশাপাশি এ চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য রচনা করেছেন অনন্য রুমা। এ নির্মাতা জানান, মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল রাষ্ট্র পরিচালনা, ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের গল্প নিয়ে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হচ্ছে। এটি প্রযোজনা করছে এটিএন এন্টারটেইনমেন্ট।

অপু বিশ্বাস সর্বশেষ ‘প্রিয় কমলা’ সিনেমার শুটিং শেষ করেন। এছাড়া ‘ছায়াবৃক্ষ’ সিনেমার অধিকাংশ শুটিং শেষ। এদিকে অনেক আগে শেষ করেছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার কাজ। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ সিনেমায় অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী।

তাছাড়া কলকাতার জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা ‘শর্টকাট’ সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস। সুবীর মণ্ডল পরিচালিত এ সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি। সিনেমাটি এখন মুক্তির দিন গুনছে।

Loading


শিরোনাম বিএনএ