বিএনএ ডেস্ক:মিয়ানমারে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ থামছে না। বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা, নির্যাতন ও নিপীড়ন বেড়েই চলছে। দেশটিতে রোববার সাপ্তাহিক ছুটির দিনে নিরাপত্তা বাহিনীর হামলায় নিহত হয়েছে ১১ বিক্ষোভকারী। স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাউ এক টুইটে এ তথ্য জানিয়েছে।
এক উদ্ধারকর্মী ও হাসপাতালের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় রোববার বিকেলে ইয়াঙ্গুনের হ্লাইং থারায়ার শহরতলিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১১ বিক্ষোভকারী নিহত হয়। এ সময় আহত হয় আরও ২০ জন।
ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকে অভ্যুত্থান বিরোধী চলমান আন্দোলনে শনিবার পর্যন্ত ৮০ জনের বেশি মানুষের নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স নামের একটি সংগঠন।