17 C
আবহাওয়া
১০:২৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে দুইজনের আত্মহত্যা

চট্টগ্রামে দুইজনের আত্মহত্যা

আত্মহত্যা

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে পৃথক ঘটনায় দুইজন আত্মহত্যা করেছেন। রোববার (১৪ মার্চ) ভোররাত ৩টার দিকে বাকলিয়ার ইসহাকপুল এলাকায় একটি অফিসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে রায়হান হোসেন রাকিব নামের এক যুবক আত্মহত্যা করেন। পরে তাকে উদ্ধার  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রায়হান বাকলিয়ার ১৮ নম্বর ওয়ার্ডের বশির আহমেদ সরদার বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।

বায়েজিদ থানার চন্দ্রনগর নাছির ভবনে ভোর পৌনে ৫টার দিকে স্বামীর সঙ্গে ঝগড়া করে সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা আক্তার (২৭)। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভোর  মৃত ঘোষণা করেন। নিহত ফারজানা দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালামদার মন্ডল পাড়া পুলিশ বাড়ির মাসুদ রানার স্ত্রী।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, রায়হান ও ফারজানা নামে দুইজন আত্মহত্যা করেছেন। তাদের হাসপাতালে আনা হয়েছে। তাদের মরদেহ মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিএনএনিউজ/আমিন

Loading


শিরোনাম বিএনএ