17 C
আবহাওয়া
৬:০৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ

ফের হাসপাতালে ভর্তি মাহাথির মোহাম্মদ


বিএনএ, বিশ্বডেস্ক: আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তাকে দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছেন তার প্রেস সেক্রেটারি।

মাহাথিরের হৃদরোগের সমস্যা রয়েছে, সাম্প্রতিক বছরগুলোয় তিনি একাধিকবার হাসপাতালে ভর্তি হন। তার বাইপাস সার্জারিও করা হয়েছে।

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার তার আদালতে হাজিরা দেয়ার কথা ছিল, কিন্তু তিনি উপস্থিত হতে পারেননি।

তার মুখপাত্র বলেন, এর আগে মাহাথির দেশটির ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে গত ২৬ জানুয়ারি ভর্তি হন। মাঝে একটু সুস্থবোধ করার পর তিনি এখন সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন।

২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর মাহাথির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি আবারো প্রধানমন্ত্রী হন। কিন্তু অন্তর্দ্বন্দ্বের ফলে দুই বছরের আগেই তার সরকারের পতন ঘটে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ