বিশ্ব ডেস্ক: ২০০ মিলিয়নেরও বেশি ইন্দোনেশিয়ানরা আজ বুধবার(১৪ ফেব্রুয়ারি) দেশ জুড়ে ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আশা করা হচ্ছে । তারা কাকে রাষ্ট্রপতি জোকো “জোকোই” উইডোডোর উত্তরাধিকারী নির্বাচিত করবেন : অ্যানিস বাসওয়েদান, প্রবোও সুবিয়ান্টো বা গঞ্জার প্রনোভো৷ বিশ্বের চোখ সে দিকে। সূত্র: জাকার্তা পোস্ট।
বিশ্বের বৃহত্তম দেশে এক-দিনের নির্বাচনে, ভোটাররা আগামী পাঁচ বছরের জন্য আইন প্রণেতা এবং আঞ্চলিক ও স্থানীয় কাউন্সিলরদেরও নির্বাচিত করবেন, যা বিশ্বের চতুর্থ-জনসংখ্যার দেশটির দিকনির্দেশ নির্ধারণ করবে।
সাধারণ নির্বাচন কমিশন (KPU) দক্ষিণ পাপুয়া, মধ্য পাপুয়া এবং পাপুয়া পার্বত্য অঞ্চলের সম্প্রতি গঠিত প্রদেশগুলি সহ দেশের ৩৮টি প্রদেশে ৮৪টি নির্বাচনী জেলা জুড়ে ৮লাখ ২০ হাজার১৬১টি ভোট কেন্দ্র স্থাপন করেছে। পশ্চিম ইন্দোনেশিয়ায় সকাল ৭টায় ভোট শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত ভোটাররা ভোট দেবেন।
বিএনএ,এসজিএন