22 C
আবহাওয়া
৪:৩৩ অপরাহ্ণ - জানুয়ারি ৪, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা: রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনি শ্রমিক ক্লাবের পরিত্যক্ত কক্ষ থেকে দ্বীন ইসলাম (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক মো. আল-আয়িন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে কমলাপুর রেলওয়ে কলোনি শ্রমিক ক্লাবের পরিত্যক্ত কক্ষের ভেতর থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। রাতেই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন না থাকায় অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। নিহত ব্যক্তি চট্টগ্রামের মীরসরাই উপজেলার মরগং গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ