21 C
আবহাওয়া
৯:১৯ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি

প্রস্তাবিত ৩২২ জনের নাম প্রকাশ করেছে সার্চ কমিটি


বিএনএ ডেস্ক, ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে প্রস্তাবিত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ এ তালিকা প্রকাশ করে। তালিকায় দেখা যায় ৩২২ জনের উঠে এসেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিম জানান, ২৪ টি রাজনৈতিক দল, ৬টি সংগঠন ও বিভিন্ন ব্যক্তি এসব নাম প্রস্তাব করেছেন।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আইন অনুযায়ী ১০ জন ব্যক্তির নাম সুপারিশ করবে সার্চ কমিটি। সে লক্ষ্যে মঙ্গলবার চতুর্থ দফায় আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠকে বসবে সার্চ কমিটি।

বিশিষ্টজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার তৃতীয় বৈঠকের শুরুতেই নাম প্রকাশ করার কথা জানিয়েছিলেন সার্চ কমিটির সভাপতি ও আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। অবশ্য রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠনের যাদের নাম প্রস্তাব করেছে সেটাও প্রকাশ করার পরামর্শ দিয়েছিলেন অনেক বিশিষ্টজন।

প্রস্তাবিত তালিকায় আছেন, শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, সাবেক প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান, সাংবাদিক অজয় দাশগুপ্ত,  অ্যাডভোকেট সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. মিজানুর রহমান, শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল, ঢাবি অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ঢাবির সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সচিব আবু আলম শহিদ খান, অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান কাজী রিয়াজুল হক, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গীতি আরা সাফিয়া চৌধুরী, সাবেক সিনিয়র সচিব কাজী হাবিবুল আউয়াল, সাবেক সচিব কামরুন নাহার, সাবেক সচিব কৃষিবিদ মো. নুরুল ইসলাম।

তালিকায় আছে চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নীতিশ চন্দ্র দেবনাথ, সাবেক অতিরিক্ত আইজিপি কৃষিবিদ ইকবাল বাহার,  সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন, সাবেক সেনাবাহিনী প্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া, সাবেক সচিব অশোক মাধব রায়, সাংবাদিক ও লেখক আবু সাঈদ খান, সাবেক তথ্য সচিব আব্দুল মালেক, সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ, সরকারি কর্ম কমিশনের সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ, নিরাপদ সড়ক চাই-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, বিটিভির সাবেক মহাপরিচালক এস এম হারুন-উর-রশীদ, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জেসমিন টুলি, শিক্ষাবিদ ড. এম শমশের আলী, স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ, সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের নাম।

এছাড়াও কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জ্যোতিপ্রকাশ দত্ত, সাবেক সচিব জাফর আহমেদ খান, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, পিএসসির সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক, জ্যেষ্ঠ আইনজীবী ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালয় সাবেক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক তথ্য কমিশনার সাদেকা হালিম, মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মোসলেম, ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, নারীনেত্রী রোকেয়া কবীর, সাবেক সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির, সাবেক বিচারপতি আব্দুল ওয়াহাব মিয়া, যাত্রাবাড়ী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসানসহ তালিকায় আছেন ৩২২ জনের নাম রয়েছে তালিকায়।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ