25 C
আবহাওয়া
৬:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » বাংলাদেশে ভিসা দিতে আসছে রোমানিয়ার কনস্যুলার দল

বাংলাদেশে ভিসা দিতে আসছে রোমানিয়ার কনস্যুলার দল

বাংলাদেশে ভিসা দিতে আসছে রোমানিয়ার কনস্যুলার দল

বিএনএ, ঢাকা: পাঁচ হাজার ভিসা ইস্যু করার জন্য আগামী মাসে বাংলাদেশে আসছে রোমানিয়া থেকে ছয় সদস্যের একটি কনস্যুলার দল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের এক বার্তায় এ কথা বলা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, ‘অবশেষে রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণায় ছয় সদস্যের একটি কনস্যুলার দল তিন মাসের জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চে তারা ঢাকায় আসবে এবং প্রায় পাঁচ হাজার ভিসা ইস্যু করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন করা আছে। তাদের স্থানীয় সহযোগিতার প্রয়োজন হবে।’

উল্লেখ, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ২০২১ সালের অক্টোবরে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় আলোচনার পর রোমানিয়ার পররাষ্ট্র দফতর ঢাকায় একটি অস্থায়ী কনস্যুলার অফিস খোলা এবং তিন মাসের জন্য কনস্যুলার টিম পাঠানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে। ঢাকায় রোমানিয়ার দূতাবাস নেই এবং এ সংক্রান্ত কার্যক্রম দিল্লি থেকে পরিচালনা করা হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ