24 C
আবহাওয়া
১০:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » দায়িত্ব পালনে অবহেলা ছিল না: সিইসি

দায়িত্ব পালনে অবহেলা ছিল না: সিইসি


বিএনএ ডেস্ক, ঢাকা: নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে কোন অবহেলা ছিল না। এমন দাবি করেছেন বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সোমবার (১৪ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন করেন তিনি।

সিইসি বলেন, গত পাঁচ বছরের দায়িত্বে পালনে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। অর্পিত দায়িত্ব কঠোর পরিশ্রমের মাধ্যমে পালন করেছি। জানান, তার মেয়াদে ৬ হাজার ৬৯০টি নির্বাচন হয়েছে। রুটিনকাজের বাইরেও অনেক কাজ করার দাবি করেন তিনি। বলেন, আইন সংস্কারে বেশকিছু কাজ হয়েছে। আরপিও, বাংলায় রূপান্তরসহ অনেকগুলো বিধিমালা করেছি।

মাহবুব তালুকদার বলেন, নির্বাচন আয়োজনে ইসি একা কোন কাজ করতে পারে না। এখান বিভিন্ন স্টেকহোল্ডার কাজ করে থাকে। তাই সফলতা হলেও সবার আবার ব্যর্থ হলেও সে দায় সবার। সিইসি জানান, ইভিএম বড় ধরনের চ্যালেঞ্জ ছিল। অত্যন্ত সফলতার সঙ্গে তা বাস্তবায়ন করতে পেরেছি। এনআইডি সহজীকরণ করা হয়েছে। ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে।

সংবাদ সম্মেলনে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার উপস্থিত ছিলেন না। আর করোনা আক্রান্ত হওয়ায় ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন থাকতে পারেননি।

২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদাকে সিইসি; মাহবুব তালকুদার, রফিকুল ইসলাম, কবিতা খানম ও সামরিক আমলা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ