বিএনএ, ঢাকা : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ করোনার টিকা নিয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারি) যুক্ত্ররাষ্ট্র থেকে ফিরে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) টিকা নেন তিনি।
রোববার (১৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
টিকা নেয়ার পর জেনারেল আজিজ সকলকে কোন প্রকার গুজবে কান না দিয়ে করোনার টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া সেনাবাহিনীর সদস্যদের টিকা নেয়ার সুব্যবস্থা করায় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন জেনারেল আজিজ আহমেদ।
বিএনএনিউজ/জেবি