17 C
আবহাওয়া
৫:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » বিস্ফোরক মামলায় আনোয়ারায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় আনোয়ারায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিস্ফোরক মামলায় আনোয়ারায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের আনোয়ারা থেকে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ বলছে গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান বিস্ফোরক মামলার আসামী। এই মামলায় মঙ্গলবার দুপুরে উপজেলার বরুমচড়া ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আত্নগোপনে ছিলেন।

থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার শামসুল ইসলাম চৌধুরী (৭৬) বরুমচড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদারের বাড়ির মৃত শাহাব মিয়ার ছেলে। শেখ হাসিনা সরকারের পতনের পর এক বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক মামলায় উপজেলার ১১ ইউনিয়নের চেয়ারম্যানদের আসামি করা হয়। এরপর সব চেয়ারম্যান আত্মগোপনে চলে গেলেও বরুমচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল ইসলাম নিজ এলাকায় ছিলেন। তিনি ইউনিয়ন পরিষদ কার্যালয়েও যেতেন। গেল নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,
বিএনপির মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় ১৫নম্বর আসামি বরুমছড়া ইউনিয়ন চেয়ারম্যান শামসুল ইসলাম। তালিকাভুক্ত এই আসামীকে মঙ্গলবার দুপুরে বরুমছড়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হচ্ছে।

বিএনএনিউজ/ নাবিদ/এইচমুন্নী 

 

Loading


শিরোনাম বিএনএ