বিএনএ, রাজশাহী : রাজশাহীর বাঘায় আখবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই আরোহী নিহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বাঘা উপজেলার সাজের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নাটোরের লালপুর উপজেলার মোমিনপুর বাগনা গ্রামের বাবর আলীর ছেলে ফয়সাল হোসেন (১৫) ও একই এলাকার মানিক হোসেনের ছেলে নাসির উদ্দিন (২০)।
বাঘা থানার ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, সোমবার রাতে বাড়ি ফিরছিলেন ফয়সাল ও নাসির। পথে তাদের মোটরসাইকেল সাজের বটতলায় পৌঁছলে অপর দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে রাস্তায় পড়ে যান তারা। এ সময় আখবোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন মোটরসাইকেলের দুই আরোহী।
পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাঘা থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বিএনএনিউজ / আরএস/শাম্মী