18 C
আবহাওয়া
২:৩৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » বেক্সিমকো ফার্মার পদ ছাড়লেন মন্ত্রী পাপন

বেক্সিমকো ফার্মার পদ ছাড়লেন মন্ত্রী পাপন

নাজমুল হাসান পাপন

বিএনএ, ঢাকা: ঢাকার শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক

(এমডি) এর পদ ছেড়ে দিয়েছেন নাজমুল হাসান পাপন। মন্ত্রিসভার সদস্য হওয়ায় একইসাথে তিনি বেক্সিমকো ফার্মার পরিচালকের পদও ছেড়েছেন।

বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে রোববার(১৪ জানুয়ারি ২০২৪) ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটের মাধ্যমে এই তথ্য বিনিয়োগকারীদের জানানো হয়।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় মন্ত্রিসভার সদস্য হিসেবে বঙ্গভবনে শপথ নেন নাজমুল হাসান এমপি। তিনি বর্তমান সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।

বেক্সিমকো ফার্মা জানিয়েছে, নাজমুল হাসান পাপন কোম্পানিটির এমডির পাশাপাশি পরিচালনা পর্ষদেরও সদস্য ছিলেন।

সংবিধানের ১৪৭ অনুচ্ছেদে বলা আছে, ‘সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী পদে নিযুক্ত বা কর্মরত ব্যক্তি কোনো লাভজনক পদ কিংবা বেতনাদিযুক্ত পদ বা মর্যাদায় বহাল হইবেন না কিংবা মুনাফা লাভের উদ্দেশ্যযুক্ত কোনো কোম্পানি, সমিতি বা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বা পরিচালনায় কোনোরূপ অংশগ্রহণ করিবেন না।’

মন্ত্রী ছাড়াও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সুপ্রিম কোর্টের বিচারক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, নির্বাচন কমিশনার ও সরকারি কর্ম কমিশনের সদস্যের বেলায়ও সংবিধানের এ ধারা প্রযোজ্য।

এসজিএন

Loading


শিরোনাম বিএনএ