18 C
আবহাওয়া
১:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৯, ২০২৪
Bnanews24.com
Home » যুব বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ

যুব বিশ্বকাপ ক্রিকেটের পর্দা উঠছে আজ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : আজ পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। এবারের যুব ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে।

প্রথম দিনেই মাঠে নামছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

দিনের অপর ম্যাচে গায়ানার জর্জটাউনে মুখোমুখি হবে স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল। উভয় ম্যাচ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে।

গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল রবিবার প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। বাংলাদেশের যুবাদের গ্রুপ পর্বে বাকি ম্যাচ ২০ জানুয়ারি কানাডা, ২২ জানুয়ারি আরব আমিরাতের বিপক্ষে। বাংলাদেশের সব ম্যাচই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনের সঙ্গে ভালোভাবেই মানিয়ে নিয়েছে বাংলাদেশ। আগের বার শিরোপাজয়ী দলের সদস্য ও এবারের অধিনায়ক রাকিবুল বলেন, ‘আমরা এখানে দুই সপ্তাহ হলো আছি। কন্ডিশনের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছি। হ্যাঁ আমরা বর্তমান চ্যাম্পিয়ন, তবে আমরা নিজেদের খেলার দিকে তাকিয়ে আছি। আমাদের বড় ভাইরা নিউজিল্যান্ডে ভালো করেছে যা আমাদের জন্য অনুপ্রেরণার। আশা করি আমরা এই টুর্নামেন্টে ভালো করবো।’

আগামী ৫ ফেব্রুয়ারি ১৬ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ