21 C
আবহাওয়া
৮:১৬ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীতে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের লোহাগাড়ায় সরোয়ার কবির (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) উপজেলার আমিরাবাদ ইউনিয়নের নতুনবাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সারোয়ার কবির ওই এলাকার আহমদ কবিরের পুত্র এবং পেশায় তিনি টমটমচালক।

স্থানীয় ইউপি সদস্য শরফুদ্দিন সিকদার জানান, ৬-৭ মাস আগে বিয়ে করেন সারোয়ার। কয়েকমাস আগে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সাথে তার মনোমালিন্য হয়। পরে বিষয়টি পারিবারিকভাবে মীমাংসাও হয়ে যায়। কী কারণে সে আত্মহত্যা করেছে বুঝতেছি না।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, নতুনবাজার এলাকা থেকে ফাঁসিতে ঝুলান্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত সরোয়ার কবির ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ