22 C
আবহাওয়া
৭:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ,মৎস্যজীবী নিহত

সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ,মৎস্যজীবী নিহত

সুনামগঞ্জে জলমহাল নিয়ে সংঘর্ষ,মৎস্যজীবী নিহত

বিএনএ,সুনামগঞ্জ:সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জলমহালের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. জয়নুদ্দিন (৬০) নামে এক মৎস্যজীবী নিহত হয়েছেন।আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।বৃহস্পতিবার(১৪ জানুয়ারি)সকালে শিমুলবাঁক ইউনিয়নে তেরহাল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জয়নুদ্দিন ওই গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।তিনি পেশায় একজন জেলে ছিলেন এবং তেরহাল আদর্শ মৎস্যজীবী সমিতির সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার সকালে তেরহাল গ্রামের পাশে ধামাই বিলের মালিকানা নিয়ে দুই মৎস্যজীবী সমিতির সদস্যদের মধ্যে বেশ কয়েকদিন ধরে উত্তেজনা চলে আসছিল।এর জেরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জয়নুদ্দিন নামে ওই মৎস্যজীবী গুরুতর আহত হন।তাকে তাৎক্ষণিক সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন জানান,শিমুলবাঁক ইউনিয়নে জলমহাল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক মৎস্যজীবী নিহত হয়েছেন।ঘটনাস্থলে পুলিশ রয়েছে।এলাকার পরিস্থিতি এখন শান্ত আছে।এই ঘটনায় দুই পক্ষের কয়েকজনকে ৯ জনকে আটক করা হয়েছে।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ