16 C
আবহাওয়া
১১:৪৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ১৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু

দুর্ঘটনা

বিএনএ ডেস্ক : রাজধানীর ডেমরা এলাকায়  ট্রাকের ধাক্কায় ইমরান শিকদার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ।শুক্রবার দুপুর ১টার দিকে এই ঘটনাটি ঘটে।

নিহত ইমরান কুমিল্লার মেঘনা থানার চর মাথালিয়া গ্রামের মোক্তার হোসেন সিকদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জের কমার্স কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানান স্বজনরা। বর্তমানের ডেমরার সারুলিয়া এলাকায় ভাড়া থাকতেন ইমরান। পরে গুরুতর আহত অবস্থায় ইমরানকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় । সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেলা আড়াইটায়  ইমরানকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, শুক্রবার দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষা শেষে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই নাহিদ শিকদার জানান, আমার ছোট ভাই ইমরান  দুপুরের দিকে বাসা থেকে কুমিল্লায় বাবা-মায়ের সাথে দেখা করার জন্য রিকশা করে সায়দাবাদ বাসস্ট্যান্ড যাচ্ছিল। এ সময় দ্রুতগতির একটি ট্রাক রিকশাকে চাপা দিয়ে চলে যায়। আমরা খবর পেয়ে   আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিই। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। আমি কি করে আমার ভাইয়ের মরদেহ মা-বাবার কাছে নিয়ে যাব, আমি তাদেরকে কী বলব, আমি কিছুই বুঝতে পারছি না ভাই। আমার ভাইয়ের আশা ছিল এবার ফাইনাল পরীক্ষা দিয়ে সে ভালো একটি চাকরি করবে। তার এই আশা অপূর্ণই রয়ে গেল। আমরা দুই ভাই দুই বোন সে ছিল দ্বিতীয়।

বিএনএ/ আজিজুল, ওজি/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ