28 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে দেশ: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে দেশ: প্রধানমন্ত্রী

জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে দেশ: প্রধানমন্ত্রী

বিএনএ: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকার আহ্বান আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে মিরপুর সেনানিবাসে ডিএসসিএসসি কোর্স এর সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান প্রধানমন্ত্রী।

সরকার প্রধান বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি জাতীয় নিরাপত্তা নিশ্চিতে আরও নানামুখী ঝুঁকি মাথায় রেখে কাজ করতে হবে। এক্ষেত্রে সমন্বিত জাতীয় উদ্যোগের প্রয়োজন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যুদ্ধ চায় না। যেকোনো বিবাদ ও মতপার্থক্য আলোচনার মাধ্যমে সমাধান চায়। বলেন, জাতীয় নিরাপত্তা নিশ্চিতে প্রথাগত প্রস্তুতির পাশাপাশি ভবিষ্যতমুখী প্রশিক্ষণ জরুরি।

ডিএসসিএসসি কোর্স এর সনদ বিতরণ
ডিএসসিএসসি কোর্স এর সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী।

এ বছর ডিএসসিএসসি কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীর ১৩৩ জন অফিসার গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। বিমান, নৌ, পুলিশ বাহিনীসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট ২৫০ জন কর্মকর্তা এই কোর্স সম্পন্ন করেছেন।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ