22 C
আবহাওয়া
৩:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন দেশটির নতুন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) মন্ত্রিসভায় রদবদলের অংশ হিসেবে তাঁকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

কনজারভেটিভ পার্টির নেতা ক্যামেরন ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। গণভোটে ব্রেক্সিটের পক্ষে রায় আসার পর প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়েছিলেন তিনি।

নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনকে স্বাগত জানিয়েছেন আরেক সাবেক প্রধানমন্ত্রী থেরেসা মে। তিনি বলেছেন, বর্তমান বৈশ্বির অস্থিরতার সময়ে আন্তর্জাতিক পর্যায়ে তার (ডেভিড ক্যামেরন) অভিজ্ঞতা অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হবে।

ডেভিড ক্যামেরন যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার সরকারে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন থেরেসা মে। পরে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ