19 C
আবহাওয়া
২:৪৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোণায় হুমায়ুন আহমেদের জন্মদিন পালিত

নেত্রকোণায় হুমায়ুন আহমেদের জন্মদিন পালিত


বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণায় জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ১৩ নভেম্বর (সোমবার) নানা কর্মসূচীর মধ্যে দিয়ে বরেণ্য লেখক হুমায়ুন আহমেদের ৭৫তম জন্মদিন পালিত হয়েছে। অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল প্রতিকৃতিতে পুষ্পার্পণ, কেক কাটা, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সকাল এগারটায় জেলা সদরের শহর-সাতপাই নদীরপাড় এলাকায় অবস্থিত সাংবাদিক আলপনা বেগম প্রতিষ্ঠিত সাহিত্য সংগঠন হিমু পাঠক আড্ডা’র অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে একটি কর্ণাঢ্য শোভাযাত্রা শহরের মুক্তারপাড়ায় মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। হলুদ গেঞ্জী ও শাড়ি পড়ে হিমু আর নীল শাড়ি পড়ে রূপা সেজে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন হুমায়ন-ভক্তরা। পড়ে তার ভক্তদের সাথে নিয়ে জন্মদিনের কেক কাটেন পুলিশ সুপার মো: ফয়েজ আহম্মেদ। এ সময় মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী, শিশু-কিশোর, তরুন-তরুনী, যুবক-যুব মহিলাসহ নানা বয়সের লোকজন উপস্থিত ছিলেন।

নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জন্মস্থান নেত্রকোণার মোহনগঞ্জ ও নিজ উপজেলা কেন্দুয়ায় পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তার জন্মদিন পালিত হয়েছে। হুমায়ুন আহমেদ ১৯৪৮ সনের ১৩ নভেম্বর মোহনগঞ্জ উপজেলায় তার নানার বাড়ি শেখ বাড়িতে জন্মগ্রহন করেন কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে অবস্থিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠের পক্ষ হতে দিনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়। হুমায়ুন আহমেদ এলাকায় শিক্ষার সম্প্রসারনের লক্ষ্যে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। ।

সাহিত্যের প্রায় সকল শাখাতেই হুমায়ুন আহমেদের সাবলীল বিচরণ ছিল। ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ রচনা করে তিনি বাংলা সাহিত্যকে দিয়েছেন ভিন্নমাত্রা। তার ভিন্নধর্মী রচনার কারণে তিনি জনপ্রিয়তায় ছিলেন শীর্ষে। ২০১২ সালের ১৯ জুলাই চিকিৎসাধীন থাকা অবস্থায় যুক্তরাষ্ট্রে মারা যান তিনি।

তাঁর রচিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ প্রকাশ হয় ১৯৭২ সালে। এরপর তিন শতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে তাঁর। ‘আগুনের পরশমণি’ ছবিটি পরিচালনার মধ্য দিয়ে ১৯৯৪ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেন। এরপর একে একে তাঁর নির্মাণে মুক্তি পায় ‘শ্রাবণ মেঘের দিন’ (২০০০) ও ‘দুই দুয়ারী’ (২০০১) ‘চন্দ্রকথা’ (২০০৩), ‘শ্যামল ছায়া’ (২০০৪), ‘৯ নম্বর বিপদ সংকেত’ (২০০৬) ‘আমার আছে জল’ (২০০৮) ও ‘ঘেটুপুত্র কমলা’ (২০১২)।

কাজের স্বীকৃতিস্বরূপ হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশে-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

বিএনএ/ ফেরদৌস আহমদ, ওজি

Loading


শিরোনাম বিএনএ