17 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » কক্সবাজারে ফটোগ্রাফার খুন

কক্সবাজারে ফটোগ্রাফার খুন

কক্সবাজারে ফটোগ্রাফার খুন

বিএনএ, কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে ব্যবসাকে কেন্দ্র করে পৌরসভার চন্দ্রিমা হাউজিং এলাকায় মো. ইউছুপ (২২) নামের এক ফটোগ্রাফারকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রোববার (১৩ নভেম্বর) বিকাল ৪টার দিকে কলাতলির চন্দ্রিমা মাঠে এই ঘটনা ঘটে। নিহত মো. ইউছুপ পেশায় কক্সবাজার সমুদ্র সৈকতের ফটোগ্রাফারের কাজ করেন।
নিহতের স্বজনেরা জানান, গত ৭ নভেম্বর সমুদ্র এলাকায় সৈকতের ব্যবসাকে কেন্দ্র করে একটি বাকবিতন্ডা হয়। ওই ঘটনার জের ধরে পূর্ব কলাতলীর সোহেল, রুবেল, হারুন, ইয়াছিন ও মিজান মিলে মো. ইউছুপকে ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ইউছুপকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) নাজমুল হক বলেন, ‘নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রয়েছে। হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
বিএনএ/ ফরিদুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ