18 C
আবহাওয়া
৩:৫২ অপরাহ্ণ - জানুয়ারি ৮, ২০২৫
Bnanews24.com
Home » আজও খোলা থাকছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড

আজও খোলা থাকছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড


বিএনএ, চট্টগ্রাম: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার (১৪ নভেম্বর) থেকে। তাই পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসনের লক্ষ্যে আজ (শনিবার) শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা খোলা রাখা হয়েছে।

শবিবার (১৩ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানান। তিনি জানান, পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় জটিলতা নিরসনের লক্ষ্যে আমরা পরীক্ষা শাখা খোলা রাখা সিদ্ধান্ত নিয়েছি। যেকোনো প্রতিষ্ঠান বা পরীক্ষার্থী তাদের সমস্যা নিয়ে আসতে পারবে। আমরা তা সমাধান করবো।

শিক্ষা বোর্ড থেকে জানানো হয়, আজ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা খোলা থাকবে। এ সময়ে যেকোনো প্রতিষ্ঠান বা পরীক্ষার্থী পরীক্ষা সংক্রান্ত কোনো জটিলতা থাকলে নিরসনের জন্য যোগাযোগ করতে পারবে।

প্রসঙ্গত, আগামীকাল রোববার (১৪ নভেম্বর) শুরু হচ্ছে থেকে এসএসসি ও সমমান পরীক্ষা। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা এবং বেলা ২টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। সারাদেশের তিন হাজার ৬৭৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। তার মধ্যে ৯টি সাধারণ বোর্ডে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৯৯৮ জন। দাখিল পরীক্ষায় অংশ নেবে ৩ লাখ এক হাজার ৮৮৭ জন।

এছাড়া ১ লাখ ২৪ হাজার ২২৮ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ভোকেশনাল পরীক্ষা দেবে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন। আর প্রতিষ্ঠান বেড়েছে ১৫১টি। পাশাপাশি কেন্দ্র বেড়েছে ১৬৭টি। এবারের পরীক্ষায় জেদ্দা, রিয়াদ, ত্রিপোলি, দোহাসহ বিদেশের ৯ কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষা দেবে ৪২৯ জন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ