বিএনএ, ডেস্ক : মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরের একটি বাড়িতে শনিবার ইসরায়েলের বিমান হামলায় ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলের চলমান অবরোধের কারণে খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত উপত্যকাটিতে ৪২ হাজার ২০০ জন নিহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের বর্বর এ হামলায় ৯৮ হাজার ৩০০ জনেরও বেশি আহত হয়েছে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অবিলম্বে গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এহেন কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।
বিএনএ/ ওজি/এইচমুন্নী