27 C
আবহাওয়া
১০:৪১ অপরাহ্ণ - আগস্ট ১৩, ২০২৫
Bnanews24.com
Home » বাচসাসের নেতৃত্বে আলিম ও রিমন

বাচসাসের নেতৃত্বে আলিম ও রিমন


বিএনএ, ঢাকা : বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সভাপতি নির্বাচিত হয়েছেন রাজু আলিম। সাধারণ সম্পাদক হয়েছেন রিমন মাহফুজ। বুধবার সন্ধ্যায় সংগঠনটির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়।  এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

বিভিন্ন পদে নির্বাচিত অন্যান্যরা হচ্ছেন- সহ-সভাপতি অঞ্জন রহমান ও রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আঞ্জুমান আরা শিল্পী (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর আওয়াল। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন লিটন এরশাদ, মাঈনুল হক ভূইয়া, রুহুল আমিন ভূইয়া, লিটন রহমান, আনিসুল হক রাশেদ, আমিনুর রহমান লিটন, রুহুল সাখাওয়াত, শফিউল্লাহ সুমন ও রাফি হোসেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ