বিএনএ, রাউজান : রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেছেন, যারা সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ধর্মের অবমাননায় লিপ্ত তারা দেশ ও জনগনের শত্রু। বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনায় এ দেশ স্বাধীন করেছেন। ধর্ম যার যার, উৎসব সবার এই মন্ত্রে শারদীয় দুর্গোৎসব পালন করে আসছে বাঙ্গালীরা। সকল ধর্মে শান্তির কথা বলা হয়েছে। তাই সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে সাম্প্রদায়িকতার স্থান নেই।
মঙ্গলবার(১২ অক্টোবর) রাতে রাউজান শ্রী শ্রী জগন্নাথ সেবাশ্রমে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ধর্মীয় সংগীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢেউয়াপাড়া উদয়াচল সংসদ পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. নির্মল কুমার ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী, প্রধান বক্তা ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ক্রীড়া সংগঠক সুমন দে।
বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর জানে আলম জনি, উপজেলা যুবলীগের সহ-সভাপতি সারজু মোহাম্মদ নাছের, জগন্নাথ সেবাশ্রম পরিচালনা পরিষদের সভাপতি দিলীপ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক টিপু কান্তি দে, সহ সভাপতি অশোক পালিত, ধীলন মুহুরী, যুগ্ম সম্পাদক প্রদীপ শীল, তপন দে, সাংগঠনিক সম্পাদক দিপলু দে দিপু, সদস্য প্রভাস চক্রবর্তী, চন্দ্র শেখর দে, সমীর শীল, বাসু পালিত প্রমুখ।
এ সময় প্রধান অতিথি জগন্নাথ সেবাশ্রমের উন্নয়ন কাজে পৌরসভার পক্ষ থেকে পাঁচ লাখ টাকার অনুদান ঘোষণা করেন। পরে প্রধান অতিথি সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য ও গীতা পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে দুই শতাধিক দুস্থ মহিলাকে শাড়ী বিতরণ করা হয়।
বিএনএ/ শফিউল আলম , ওজি