14 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিএনএ, কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের দাউদকান্দির মেঘনা-গোমতী সেতুর পশ্চিম পাশে মুন্সীগঞ্জের গজারিয়ার পাখির মোড় এলাকায় একটি মোটরসাইকেলকে অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জাহিদুল ইসলাম দিপু ওরফে তাসবীর আহমেদ (২৬) মারা যান।

তানভির আহমেদ (২৭) নামের অপর একজনকে গৌরীপুর হাসপাতালে নেওয়ার পর তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহত দুইজন পরস্পর আপন খালাতো ভাই। তাদের বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়।

অপরদিকে একই মহাসড়কের চান্দিনার গোমাতা এলাকায় রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী মাইক্রোবাস চাপায় পথচারী মো. আ. মান্নান মুন্সী (৬৭) গুরুতর আহত হন। তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নেওয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুক্রবার সকালে নিহতদের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করেছে হাইওয়ে পুলিশ। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি শাহীনূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতদের মরদেহ তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ