23 C
আবহাওয়া
১১:৫৯ অপরাহ্ণ - ডিসেম্বর ৩, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে কিশোরের মরদেহ উদ্ধার

টাঙ্গাইলে কিশোরের মরদেহ উদ্ধার

রাজধানীতে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে শামীম (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ কাইতকাই (ডাক্তারবাড়ি) নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শামীম ঝড়কা ভানিকাত্রা (কিসমত কাত্রা) গ্রামের আ. করিমের ছেলে। সে স্থানীয় ঝড়কা বাজারের পোল্ট্রি ব্যবসায়ি ইলিয়াসের দোকানে কাজ করতো। বৃহস্পতিবার রাত নয়টার দিকে দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে যায় সে।

নিহতের মা বিলাপ করতে করতে বলেন, আমার ছেলে দোকান থেকে  বাড়ি এসে মোবাইল ফোন নিয়ে বেরিয়ে যায়। এর আগে কোন দিন সে মোবাইল নেয় নাই। পরে রাতে আর বাড়ি ফিরে নাই। পরদিন সকালে স্থানীয়দের কাছে শুনি কাইতকাই ডাক্তার বাড়ির কাছে একজনের লাশ পড়ে আছে। ঘটনাস্থলে গিয়ে আমার ছেলের মরদেহ সনাক্ত করি।

পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হয়, দুর্বৃত্তরা মাথায় ইট দিয়ে থেতলে নির্মমভাবে তাকে হত্যা করে। কী কারণে তাকে হত্যা করেছে তা জানা যায়নি।

ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

বিএনএনিউজ/এইচ.এম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ