28 C
আবহাওয়া
৯:৪২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

রাজধানীতে আজ কোথায় কী?

বিএনএ, ঢাকা: রাজধানীসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। বুধবার (১৩ সেপ্টেম্বর) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

প্রধানমন্ত্রীর কর্মসূচি
বিকেল ৪টায় জাতীয় সংসদের অধিবেশনে যোগ দেবেন তিনি।

বিএনপির কর্মসূচি
ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ

দুপুর সাড়ে ৩টায় খিলগাঁও বৌদ্ধ মন্দির সামনে থেকে লিফলেট বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক আব্দুস সালামসহ মহানগর নেতারা।

দুপুর ৩টায় মিরপুর ১১নং সেকশন ঢালের ওপর থেকে লিফলেট বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব আমিনুল হকসহ মহানগর নেতারা।

দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ ও ঢাকা মেট্রোপলিটন আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সমাবেশ।

আরও পড়ুন: টিভিতে আজকের ক্রিকেট খেলা

মেয়র তাপসের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় চাঁন কমিউনিটি সেন্টারে ৪১ নম্বর ওয়ার্ডে উন্নয়ন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

ইসির কর্মসূচি
বেলা ১১টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: প্রত্যাশা ও বাস্তবতা’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হবে।

পুলিশের কর্মসূচি
বিকেল ৫ টা ৪৫ মিনিটে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের আইনজীবীদের হামলায় আহত কোতয়ালী জোনের এডিসিসহ পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যাবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

দুপুর ১২ টায় জনসন রোডে ঢাকা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে র‍্যাব পরিচয়ে কেরানীগঞ্জের জৈনপুরে স্বর্ণ ডাকাতি মামলার রহস্য উদ্‌ঘাটন, সব আসামি গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের বিষয়ে প্রেস ব্রিফিং করবেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

ভোক্তা অধিকারের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় কারওয়ান বাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে স্যালাইনের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে উৎপাদনকারী প্রতিষ্ঠান, পাইকারি, খুচরা বিক্রেতা ও সংশ্লিষ্টদের অংশগ্রহণে মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান।

প্রগতিশীল ইসলামী জোটের কর্মসূচি
বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবে নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়াল।

আইপিডির কর্মসূচি
বেলা ১১টায় অনলাইনে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট (আইপিডি) আয়োজিত ‘ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পরিকল্পনাগত পর্যালোচনা’ শীর্ষক অনুষ্ঠান।

সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী কমিটির কর্মসূচি
দুপুর সাড়ে ১২টায় অনলাইনে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে এ বিষয়ে ব্রিফ করা হবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ