23 C
আবহাওয়া
৮:৩৮ অপরাহ্ণ - নভেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের

৬ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধারের দাবি ইউক্রেনের


বিএনএ, বিশ্বডেস্ক : রুশ বাহিনীর কাছ থেকে ৬ হাজার বর্গকিলোমিটার এলাকা পুনরুদ্ধার করেছে ইউক্রেন।  প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি এমন দাবি করেছেন।

সোমবার (১২ সেপ্টেম্বর) এক ভিডিওবার্তায় প্রেসিডেন্ট জানান, তার দেশের সেনারা এখন পূর্ব ও দক্ষিণাঞ্চলে সেপ্টেম্বরে রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে ৬,০০০ বর্গকিলোমিটারের (২,৩১৭ বর্গমাইল) চেয়ে বেশি এলাকা পুনরুদ্ধার করেছে।  ২৪ ঘণ্টায় মুক্ত করেছে ২০টি এলাকা। পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনীয় বাহিনী আরও পূর্ব ও দক্ষিণাঞ্চলে অগ্রসর হচ্ছে।

গত সাত মাসের যুদ্ধে মস্কো এখনই সবচেয়ে কোণঠাসা অবস্থায় বলে দাবি করেন জেলেনস্কি। বলেন, আরও অনেক জায়গাতেই রাশিয়ার প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছি পৌঁছে গেছে ইউক্রেন সেনারা। ফ্রন্টলাইন থেকে পিছু হটছে মস্কো বাহিনী। আটকও হয়েছে বহু রুশ সেনা। তবে সংখ্যা নিশ্চিত করেনি জেলেনস্কি প্রশাসন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ