বিএনএ,গাজীপুর : তুরাগ নদীতে গোসল করতে নেমে ৪ মেয়ের মৃত্যু হয়েছে।সোমবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর সদর উপজেলার পাইনশাইল উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রতিবেশী ৫মেয়ে তুরাগ নদীতে গোসল করতে যায়। এ সময় সর্ব কনিষ্ট শিশু কন্যা পানির স্রোতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে বোনসহ অপরজনরা এগিয়ে যায়। এভাবে পর্যায়ক্রমে আপন দুবোনসহ ৪ জন নদীর পানিতে ডুবে মারা যায়।
একজন সাঁতরে তীরে উঠে ঘটনাটি স্থানীয় লোকজন ও স্বজনদের জানায়। পরে স্থানীয়রা তুরাগ নদীতে তল্লাশী চালিয়ে রিচি আক্তারের মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ আইরিন ও মায়ার মরদেহ উদ্ধার করে। তবে প্রথমে ডুবে যাওয়া শিশু রিয়ার হদিস পাওয়া যায় নি এ রিপোর্ট লেখা পর্যন্ত।
স্থানীয় সোলেমানের মেয়ে ও গাছপুকুর পাড় দাখিল মাদ্রাসার ৩য় শ্রেণির ছাত্রী রিয়া আক্তার সবার আগে পানিরে স্রোতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে তার বড় বোন রিচি আক্তার ঝাপিয়ে পড়ে।তাদের বাঁচাতে গিয়ে একে একে মারা যায়
হায়েত আলীর মেয়ে আইরিন এবং মো. মঞ্জু হোসেনের মেয়ে মায়া আক্তার। জানা যায়, আইরিন গাছপুকুর পাড় দাখিল মাদ্রাসার ছাত্রী, রিচি ভাওয়াল মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী এবং মায়া ভাওয়াল মির্জাপুর হাজী জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী ছিল।
ঘটনায় তুরাগ নদীতে ২মেয়েকে হারিয়ে সোলায়মান বাকরুদ্ধ হয়ে পড়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বিএনএনিউজ২৪ডটকম,জিএন