19 C
আবহাওয়া
১:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » আত্রাই নদীতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার

আত্রাই নদীতে নিখোঁজ দম্পতির মরদেহ উদ্ধার

বিএনএ নওগাঁ: মহাদেবপুর উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নবদম্পতির মরদেহ উদ্ধার করেছেন ডুবুরিরা। সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকার পারভেজ হোসেন (২২) এবং তার স্ত্রী মিনি আক্তার সোমা (১৮)।

এর আগে রোববার বিকেল চারটার দিকে খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর এলাকায় আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তারা।

মহাদেবপুর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান, গত শনিবার উপজেলার রামচন্দ্রপুর গ্রামে মামাতো বোনের বাড়িতে বেড়াতে যান পারভেজ হোসেন ও মিনি আক্তার সোমা। পরদিন বিকেলে নদীতে নেমে দুইজনেই নিখোঁজ হন।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ